ঢাকা থেকেঃ
রাজধানীর ওয়ারীতে পুলিশ ফাঁড়ির সামনে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৫ মিনিটের ব্যবধানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছায়। পরে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। ১০টি ইউনিট কাজ করে রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখান থেকে চারটি ইউনিট নিয়ে আসা হচ্ছে। বাকি ছয়টি ইউনিট আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ছয়তলা ভবনটির দোতলা পর্যন্ত বেবি শপ। আর সেই দোকানেই অগ্নিকাণ্ড ঘটেছে। এছাড়া তৃতীয় তলা থেকে ভবনের বাকী অংশ আবাসিক ফ্ল্যাট। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।