
ইখতিয়ার উদ্দীন আজাদ,পত্নীতলাঃ
নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেলের সাথে আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষে ইউসুফ আলী (৪৪) নামে এক হাইস্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গগনপুর হতে নজিপুর আসার পথিমধ্যে বরহট্টি নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ইউসুফ আলী উপজেলা সদর নজিপুর পৌর এলাকার হরিরামপুর সরকারি কবরস্থানের দক্ষিণ পাশের বাসিন্দা ও গগনপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক চর্চা বিষয়ের একজন শিক্ষক। তিনি স্কুল ছুটির পর গগনপুর হতে নজিপুর আসার পথিমধ্যে বরহট্টি নামক এলাকায় এ দুর্ঘটনার শিকার হন।
এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যা ৬ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শিক্ষক-ছাত্র সমাজ গভীর শোকাহত।
তিনি মৃত্যুকালে এক স্ত্রী ও একমাত্র পুত্রসহ অসংখ্য গুণগৃহী রেখে গেছেন।
পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। ভুক্তভোগীর পরিবার বাদী হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।