মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ১ লক্ষ ৭০ হাজার ২’শ ২০ জন উপকারভোগীদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর -৩, মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
রোববার (৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উপলক্ষে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে আলোচনা সভা ও স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।
অন্যানোর মধ্যে বক্তব্য দেন, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ মজিবর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ অন্যান্য অতিথি বৃন্দ বীরমুক্তি যোদ্ধা, গণমাধ্যম কর্মী, বনিক সমিতি সহ ২’শ বিভিন্ন শ্রেনী পেশার লোকদের স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করেন।
এর আগে শহীদ মাখম লাল দাশ মিলনায়তনের সম্মুখে বেলুন উড়িয়ে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন করা হয়।