পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পীরগঞ্জ প্রেসক্লাবের পৃষ্ঠপোষক রমিজ আলমের পদোন্নতিজনিত বদিলী উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার রাতে পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জয়নাল আবেদিন, ইউপি চেয়ারম্যান মখলেসুর রহমান চেীধুরী, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশীদ, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সৈয়দপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু, জেলা সিবিপির সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, উপজেলা সিপিবির সভাপতি প্রভাত সমির শাহজামাল, সাধারণ সম্পাদক মুর্তজা আলম প্রমূখ।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমকে আতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে রংপুরে বদলী করা হয়েছে।