কাজী নজরুল ইসলামঃ
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ও হাজিগন্জ উপজেলার দ্বাদশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার ১২ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান |
এ সময় জেলা প্রশাসক বলেন, সততা, নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করতে হবে। এলাকার মানুষের জন্যে মমত্ববোধ থাকতে হবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সরকারের প্রদত্ত কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট থাকতে হবে। আজকের পর থেকেই আপনারা সরকারের অংশ হয়ে গেলেন ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় রেখে কাজ করে যাবেন তাহলেই জনগণ উপকৃত হবে |
শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) ও স্থানীয় সরকার স্থানীয় সরকার বিভাগের উপ -পরিচালক (ভারপ্রাপ্ত ) মোঃ ইমতিয়াজ হোসেন | সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী |