
কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে প্রতিবছরের মতো এ বছরও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ নববর্ষ নতুন বছর বরণ ও মঙ্গল শোভাযাত্রা পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার ১৪ এপ্রিল সকালে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর উন্মুক্ত তীর সংলগ্ন এলাকায় পহেলা নববর্ষ বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।
মঙ্গল শোভাযাত্রা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে পহেলা বৈশাখ নববর্ষ বরন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাছির আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটোয়ারী, পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোছাম্মদ রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসকমোঃ বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মেশকাতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মোহাম্মদ সাহিদুল ইসলাম, জেলা স্কাউট সম্পাদক অজয় ভৌমিক, জেলা শিল্পকলা কালচারাল অফিসার দিতি সাহা সহ নববর্ষ পালনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ।