এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী লিমাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। লিমা 999 এ কল করে ও তার খালা আকলিমা জান্নাতি লিমাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করে। বর্তমানে লিমা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
স্থানীয় সূত্রে জানা যায় আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সোনাউঠা গ্রামের মো. জামাল তালুকদারের মেয়ে মোসা. লিমা বেগম সঙ্গে পারিবারিকভাবে সাত বছর আগে পটুয়াখালী ছোট আউলিয়াপুর গ্রামের আঃ সাত্তার হাওলাদারের ছেলে মো. ইমাম হোসেনের সাথে ১০ লক্ষ টাকা কামিন মুলে বিবাহ হয়। এবং তাদের গর্ভে লাবিব নামে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ইমাম আগেও প্রেম করে বিয়ে করেছিল তা লিমার পরিবারের কাছে গোপন রাখে। বিয়ের পর থেকেই ইমাম হোসেন বিভিন্ন অজুহাতে প্রায় ৪ চার লাখ টাকা হাতিয়ে নেন। পুনরায় ব্যবসা করার জন্য মোটা অংকের টাকা দাবী করে চাপ সৃষ্টি করে।
এতে দরিদ্র পরিবারের লিমা টাকা দিতে না পারলে বৃহস্পতিবার রাত ১১ টায় আমতলী পৌরসভার ৮ নং ওয়ার্ডে বাসুকি ভাড়া বাসায় বসে লিমাকে বেদারক মারধর করে। এবং লিমার বাবার বাড়ি থেকে আনা আসবাবপত্র ভাঙচুর করে। পরে লিমা 999 কল দিয়ে ও খালা আকলিমা লিমা কে উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করে।
আহত লিমা বলেন, আমাকে তালাক দিবে ও জীবন নাশের হুমকি দেন, আমার স্বামী কোন শাসিলি ব্যবস্থা মানে না। আগেও এক শালিসীতে অঙ্গীকার দিয়ে আমাকে নিয়ছিল, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুবিচার চাই।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন মো. আরিফুর ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, অভিযোগ পাইলে আইনুগ ব্যবস্থা নেয়া হবে।