এস এম নাসির মাহমুদ,আমতলী সংবাদদাতাঃ
আমতলী পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন কাঠ বাজারে ঘর তোলা কে কেন্দ্র করে মারধর করার ঘটনা ঘটেছে। আহত ১ জন।
আহত হলেন মো. খোকন হাওলাদার( ৪০) ৪ অক্টোবর শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে, স্হানীয় সুএে জানা যায় কাঠ বাজারে ব্যবসায়ী মো খোকন হাওলাদার তার নিজ ঘরের পজিশনে ঘর তোলতে গেলে একই কাঠ বাজারের কতিপয় কাঠ ব্যবসায়ী সজল খান, সিদ্দিক খান, রশিদ খানর মোতাহার উদ্দিন ও জিহাদ খা নেতৃত্বে খোকন হাওলাদারকে বাধা দেয়, কথার কাটাকাটিতে এক পর্যায় খোকন হাওলাদার কে বেধারক মারধর করে ও খোকন হাওলাদারের সানি এন্টারপ্রাইজ কাঠ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও মালমাল লুট করে নিয়ে যায়।
পরে স্হানীয় মো, দুলাল বয়াতি ও খোকনের ছেলে রায়হান খোকন হাওলাদার কে উদ্ধার করে আমতলী সদর হাসপাতালে ভর্তি করে।
আহত খোকন হাওলাদার জানান, বিগত স্বৈরাচার হাসিনা সরকারের আমলেও আমার ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছিল আমি তার কোন বিচার পাইনি এখনও সেই দোষররা এ কাজ চালিয়ে যাচ্ছে।
পরে দুই পক্ষদ্বয় শালিসী বৈঠকে মিমাংসা হবার সিদ্ধান্তে একমত হন।
তারা বলেন উপজেলা যুবদলের আহবায়ক ও আমতলী পৌর বিএনপির আহবায়ক মো,কবির উদ্দিন ফকিরের মাধ্যমে যে শালিসীর রায় হবে আমারা তা উভয় পক্ষই মেনে যাবো।